লিডসের উইকেট পেসারদের জন্য সহায়ক, তা বোঝা গিয়েছে প্রথম দিনই। একাদশে ফিরে সেদিন পাঁচ উইকেট নেন ইংলিশ পেসার মার্ক উড। এবার দ্বিতীয় দিনে আগুন ঝরালেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। শুধু তা-ই নয়, তার দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের কারণে লিড পেয়েছে অজিরা।
প্রথম ইনিংসে অজিদের করা ২৬৩ রানের জবাবে ২৩৭ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। ৯১ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন কামিন্স। ইংল্যান্ডের মাটিতে ডানহাতি এই পেসারের প্রথম ফাইফার এটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ২০ রান করেছে অস্ট্রেলিয়া। লিড টেনে নিয়েছে ৪৬ রান পর্যন্ত। উসমান খাজা ১৩ ও মার্নাস লাবুশেন ব্যাট করছেন ৬ রানে।
এর আগে ৩ উইকেটে ৬৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ডের। অন্যদিকে লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো হয়নি অজিদের। প্রথম ইনিংসের মতো এবারও স্টুয়ার্ট ব্রডের ফাঁদে পড়েন ওপেনার ডেভিড ওয়ার্নার (১)। খোঁচা মেরে ক্যাচ দেন স্লিপে থাকা জ্যাক ক্রলিকে। এনিয়ে ১৭তম বার ব্রডের শিকার হলেন তিনি।