তামিমকে নিয়ে গণভবনে মাশরাফি, পাপনকে ডাকলেন প্রধানমন্ত্রী

হুট করে গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। আজ শুক্রবার (৭ জুলাই) মাশরাফি বিন মর্তুজা নিজ উদ্যোগে তামিমকে নিয়ে গণভবনে গেছেন। সঙ্গে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকাও আছেন।

মাশরাফি ও তামিম গণভবনে যাওয়ায় বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে সেখানে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্ভরযোগ্য সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছে গণমাধ্যম।

বুধবার (৫ জুলাই) আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে খেলেছেন তামিম ইকবাল। এরপর হুট করে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাঁ-হাতি এই ওপেনার।

শুক্রবার ঢাকা ফিরেছেন তামিম। তিনি অবসর নেওয়ার পর বিসিবি সভাপতি অন্য কর্মকর্তাদের নিয়ে বৃহস্পতিবার দীর্ঘ রাত পর্যন্ত জরুরি মিটিং করেন। ওই সভা শেষে বিসিবি সভাপতি পাপন সংবাদ মাধ্যমের দ্বারা তামিমকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানান।

বিস্তারিত আসছে…