নোবেলকে আর ভারতে ঢুকতে না দেয়ার ডাক

ভারতকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ‘সারেগামাপা’ খ্যাত বাংলাদেশি গায়ক মাইনুল আহসান নোবেলকে যেন ভারতে আর ঢুকতে না দেয়া হয়, সেই ডাক উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

কিন্তু ভারতকে নিয়ে ঠিক কী বলেছেন নোবেল!  ঘটনার সূত্রপাত, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি ঘিরে।  গত বুধবার (২ নভেম্বর) অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডার্কওয়ার্থ লুইস নিয়মে পাঁচ রানে ভারতের কাছে হারে বাংলাদেশ।  এর পাঁচদিনের মাথায় গেল রোববার (৬ নভেম্বর) রাতে একটি ফেসবুক পোস্টে আইসিসি ও ভারতকে ধুয়ে দেন নোবেল।

নোবেল তার পোস্টে আইসিসিকে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ বলে কটাক্ষ করেন।  এছাড়াও নানা ভাষায় গালিগালাজও করেন, যা লেখার অযোগ্য।  কমেন্ট বক্সেও অশ্লীল ভাষায় মন্তব্য ছিল তার।

অন্য একটি পোস্টে নোবেল দাবি করেন, গান বিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’-এ ভারতবাসী ১১ মাস তার পা ধোয়া পানি খেয়েছে।  তিনি ‘ভারত টারতের’ তোয়াক্কা করেন না।  যদিও কয়েক ঘণ্টা পর ফেসবুক থেকে দুটি পোস্টই ডিলিট করে দেন বিতর্কিত এই গায়ক।

কিন্তু পাঁচদিন পর কেন এমন পোস্ট করলেন নোবেল!  অনেকে কমেন্ট বক্সে লেখেন, এতদিন পর হয়তো তার নেশা কেটেছে।  কারও আবার মন্তব্য, নোবেল না মানলেও ‘সারেগামাপা’ তাকে খ্যাতি দিয়েছে।  তিনি তা অস্বীকার করতে পারেন না।  অনেকে আবার দাবি তুলেছেন, ভারতের সব অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হোক নোবেলকে।  তাকে যেন ভারতে ঢুকতে না দেওয়া হয়।