বিশ্বকাপের মুল পর্বে খেলার টিকিট পেল স্কটল্যান্ড

বিশ্বকাপের ক্রিকেটের বাছাই পর্বে দারুণভাবে শুরু করেছিল স্বাগতিক জিম্বাবুয়ে।  কিন্তু শেষটা হয়েছে একদম তার বিপরীত।  টানা ৫ ম্যাচে জয়ের পর, শেষদিকে টানা ২ম্যাচ হেরে দলটি মুলপর্বে যেতে ব্যর্থ হয়েছে জিম্বাবুয়ে।

আগের ম্যাচে শ্রীংলকার সাথে বাজেভাবে হারার পর মঙ্গলবার (৪ জুলাই) স্কটল্যান্ডের কাছে হেরেছে ৩১ রানে।  এরফলে দু-দলের পয়েন্ট সমান হলেও শ্রেয়তর রান রেটের ভিত্তিতে জিম্বাবুয়েকে টপকে মুল পর্বে খেলার টিকিট পেয়ে যায় স্কটল্যান্ড।

খেলায় টসে হেরে প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৪ রান করে।  জবাবে জিম্বাবুয়ে ৪১.১ ওভারে ২০৩ রানে অল-আউট হয়।

উল্লেখ্য কাকতালীয়ভাবে ২০১৮ বিশ্বকাপ বাছাইতেও একইভাবে বাছাই পর্ব থেকে বাদ পড়েছিল জিম্বাবুয়ে।  সেবার প্রথম ৫টি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে ১টিতে টাই করেছিল।  শেষ ২টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও আরব আমীরাতের কাছে হেরে বিদায় নিয়েছিল।