চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সিজেকেএস খো খো লিগ মঙ্গলবার (৪ জুলাই) থেকে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রথম দিনে ১০টি খেলার নিষ্পত্তি হয়।
এতে বিসিআইসি ক্রীড়া সংসদ ও অছি ক্লাব টানা ২ খেলায় জয় পেয়ে সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করেছে। এছাড়া হালিশহর লাকি ক্লাব, বাকলিয়া একাদশ জুনিয়র, নবীন মেলা, চট্টগ্রাম রাইফেল ক্লাব, শতদল ক্লাব ও এফএমসি নিজ নিজ খেলায় জয়লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে একধাপ এগিয়ে গেছে। এ লিগে ১৯ দল দল ৬ গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।
উল্লেখ্য মঙ্গলবার (৪ জুলাই) বিকেল ৪টায় এ লিগের উদ্বোধন হওয়ার কথা থাকলেও অনিবার্য্যকারণ: বশত তা স্থগিত করা হয়। বুধবার (৫ জুলাই) সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে এ লিগের উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।