ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আসন্ন আসরে দল পেয়েছেন পাকিস্তানের তিনজন ক্রিকেটার। চলতি বছরের ১৬ আগস্ট থেকে শুরু হবে এবারের আসর।
সিপিএলের আসন্ন এ আসরে দল পেয়েছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির এবং আজম খান। ইমাদ এবং আমির সিপিএলে তাদের পুরনো ক্লাব জ্যামাইকা তালাওয়াহসের হয়েই খেলবেন।
অন্যদিকে আজম খান খেলবেন গায়ানা আম্যাজন ওয়ারিয়র্সে। আগামী ১৬ আগস্ট শুরু হয়ে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সিপিএলের এবারের আসর।