বিদেশী ক্লাবে প্রথম বাংলাদেশী ফুটবল কোচ বিদ্যুৎ

প্রথম বাংলাদেশী হিসেবে বিদেশের মাটিতে হংকং লিগে ফুটবল খেলেছেন জীবন্ত কিংবদন্তী সালাউদ্দিন।  এবার প্রথম বাংলাদেশী হিসেবে বিদেশের মাটিতে হেড কোচ হয়ে কোন দলের দায়িত্ব নিতে যাচ্ছেন আজমল হোসেন বিদ্যুৎ।

জাতীয় দলের এই সাবেক ফুটবলার ও ‘এ’ লাইসেন্সধারী কোচ গড়লেন অনন্য এক রেকর্ড।  ভুটানের থিম্পু রাভেন এফসির দায়িত্ব নিতে বিদ্যুৎ রোববার (২ জুলাই) বিকেলে ভুটান গেছেন।  থিম্পু রাভেন এফসি ভুটান প্রিমিয়ার লিগের ক্লাব।

জানা গেছে, মাসে ৫০ হাজার রুপি বেতনে বিদ্যুৎ ভুটানের ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।  তবে বেতনের চেয়ে বিদেশের কোনো ক্লাবের প্রধান কোচ হওয়াটাকেই বেশি গুরুত্ব দিয়েছেন নারায়ণগঞ্জের বন্দরের এই ফুটবলার।

১৯৯২-৯৩ মৌসুমে পাইওনিয়ার লিগের ক্লাব মাতুয়াইল উদয়ন সংঘের জার্সিতে ঢাকার ফুটবলে অভিষেক হয়েছিল বিদ্যুতের।  ১৯৯৬ সালে আরামবাগ ক্রীড়া সংঘে নাম লিখিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ শুরু তার।  এরপর ফরাশগঞ্জ, আবাহনী, আরামবাগ, মুক্তিযোদ্ধায় খেলেছেন।

২০০৭ সালে প্রফেশনাল ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর মুক্তিযোদ্ধায় খেলেছেন।  ২০১৬ সালে ফেনী সকার ক্লাবের হয়ে শেষবারের মতো প্রিমিয়ার লিগ খেলেছেন।  ২০১৭ সালে প্রথম বিভাগের দল স্বাধীনতা ক্রীড়া চক্রে কোচ-কাম খেলোয়াড় হিসেবে ছিলেন।

এরপর কোচিং লাইসেন্স করেছেন।  প্রিমিয়ার লিগের ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘের সহকারি কোচ হিসেবেও ছিলেন সাবেক এ মিডফিল্ডার।  ১৯৯৬ সালে এশিয়ান অনূর্ধ্ব-১৬ কোয়ালিফাইংয়ের দলে সুযোগ পেয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন।  ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের জন্য ২০০৪ সালে তিনি জাতীয় দলে খেলেছেন।