যশোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
যশোরের অভয়নগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, হোসাইন সরদার (৮) ও নূর আবরার (১৮ মাস)। হোসাইন সরদার সরখোলা গ্রামের আকরাম সরদারের ছেলে এবং নূর আবরার ধলীরগাতী গ্রামের নূর জামানের ছেলে।
সোমবার (৩ জুলাই) দুপুরে উপজেলার সরখোলা ও ধলীরগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
হোসাইনের বাবা আকরাম সরদার জানান, তার দুই ছেলে হাসান (১০) এবং হোসাইন দুপুর ১টার দিকে নতুন খনন করা বাড়ির পুকুরে গোসল করছিল। গোসল করার এক পর্যায়ে হঠাৎ করে হোসাইন পা পিছলে পুকুরের পানিতে তলিয়ে যেতে থাকে। হাসান বাড়িতে এসে খবর দিলে তাকে পানি থেকে উদ্ধার করা হয়। তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে জানান।
নূর আবরারের বাবা নূর জামান জানান, নূর আবরার কেবল হাঁটতে শিখেছে। দুপুরে সে বাড়ির উঠানে খেলছিল। তার মা এ সময় রান্না করছিলেন। দুপুর দেড়টার দিকে নূর আবরারকে না পেয়ে তার মা খুঁজতে থাকেন। পরে তাকে পাশে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
অভয়নগর থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।