হারের বদলা নিল ব্রাজিল

মেক্সিকো যুবদলের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ০-১ গোলে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে বিধ্বস্ত করে হারের প্রতিশোধ নিয়েছে ব্রাজিলের যুবারা।  শুক্রবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় ব্রাজিলের যুবারা ৫-২ গোলে হারায় মেক্সিকোর যুবাদের।

যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের আয়োজন করে ব্রাজিল । চলতি বছরের শেষদিকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ।  ২৪ দলের অংশগ্রহণে ১০ নভেম্বর পর্দা উঠবে যুব বিশ্বকাপের।  ২ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসন্ন এই যুব বিশ্বকাপের।