টাইব্রেকার ফাইনালে ভারত
সাফ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে লেবাননকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছে স্বাগতিক ভারত।
শনিবার (১ জুলাই) ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত এ দু-দলের আক্রমণ পাল্টা আক্রমণে উপভোগ্য খেলাটি নির্ধারিত ৯০ এবং অতিরিক্ত ৩০ অর্থাৎ ১২০ মিনিটের খেলা গোলশূন্য ড্র ছিল। এ সময়ে দু-দল’ই গোলের সুযোগ তৈরি করলেও কখনো স্ট্রাইকারদের ব্যর্থতা, কখনো বা ডিফেন্ডার / কিপারদের দৃঢ়তায় তা গোলের মুখ দেখেনি।
তবে টাইব্রেকারে মুন্সিয়ানা দেখিয়েছে ভারত। অধিনায়ক সুনীল ছেত্রীসহ বাকি ৩ জন কুয়েতের বদলি ও পেনাল্টি সেভ স্পেশালিস্ট গোলরক্ষককে কোনরকম সুযোগ না দিয়ে ৪টি শটেই নিশানা ভেদ করেছেন।
অন্যদিকে প্রথম শটেই গোল করতে ব্যর্থ হন লেবানন অধিনায়ক হাসান মাতুক। তার শট বাদিকে ঝাঁপিয়ে রুখে দেন ভারতের নাম্বার ওয়ান গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। এরপরের ২টি শটে গোল হলেও ৪র্থ শটে ক্রসপিচ উঁচিয়ে মেরে দেন খলিল বদর। এতেই ৪-২ গোলে ভারতের জয় নির্ধারিত হয়ে যায়।