রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ নামের একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ১৩টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (৩০ জুন) সকাল ১১টা ৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিয়ষটি নিশ্চিত করে বলেন, সদরঘাট ময়ূর-৭ নামক লঞ্চে আগুন লাগার খবর পেয়ে আমাদের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখন পর্যন্ত (বেলা ১১টা ৫০ মিনিট) আগুন নিয়ন্ত্রণে আসে নাই।
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, আনসার, নৌ-পুলিশ, র্যাব ও বিআইডিব্লিউটিএ কাজ করছে।অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে নেতৃত্ব দিচ্ছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
জানা গেছে, লঞ্চটি ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করে।
নৌ পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ধনঞ্জয় বলেন, লঞ্চটি চাঁদপুর ঘাটে সকাল থেকে ভিড়ানো ছিল। আগুন লাগার সময় লঞ্চটি যাত্রীশূন্য ছিল। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি।
এমএইচএফ