র্যাবের উপর হামলা: ৮ বছর পর ৫ জনের কারাদণ্ড
চট্টগ্রামে র্যাবের উপর হামলার ঘটনায় এক মামলায় আট বছর পর পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত আসামিরা হলেন, মিজানুর রহমান, ফয়জুল ইসলাম মাসুদ, বেলায়েত হোসেন, ইমরুল চৌধুরী ইমন এবং আজাদ মিয়া।
রায়ে মিজানুর রহমানকে দুই বছরের এবং বাকিদের তিন বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদ্দাম হোসেন’র আদালত এ রায় দেন। এছাড়া তাদের প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নিলু কান্তি দাশ জানান, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর নগরীর পাহাড়তলী থানার অলঙ্কার মোড়ে মাদকবিরোধী এক অভিযান চালায় র্যাব। এ সময় স্থানীয়দের সহযোগিতায় পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাবের ওই আভিযানিক দল।
পরবর্তীতে র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. রহমত উল্লাহ বাদী হয়ে পাহাড়তলী থানায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ ২০১৫ সালের ১৬ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষের ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন বলে জানান এপিপি নিলু কান্তি দাশ।