ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় বড় জয়ের রেকর্ড গড়ল জিম্বাবুয়ে

উইলিয়ামসের সেঞ্চুরি ও ক্যারিয়ার সেরা রান

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে টানা তিন ম্যাচে জয় পাওয়া জিম্বাবুয়ে গ্রুপে শীর্ষ স্থান ধরে রেখে সুপার সিক্সে ওঠেছে।  ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে হারারে স্পোর্টস ক্লাবে সোমবার (২৬ জুন) যুক্তরাষ্ট্র’কে দারুণভাবে বিধ্বস্থ করে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় বড় ৩০৪ রানের বিশাল জয়ের রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে।  এছাড়া নিজেরাও ক্রিকেট বিশ্বে ৭ম দল হিসেবে ৪০০ রানের মাইলফলক অতিক্রম করেছে।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমে ব্যাট করে শন উইলিয়াসের ক্যারিয়ার সেরা ১৭৪ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে হারিয়ে ৪০৮ রান সংগ্রহ করে স্বাগতিকরা।  বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১০৪ রানেই অলআউট হয়ে যায় যুক্তরাষ্ট্র।

একদিনের ক্রিকেটে  সর্বোচ্চ রানের জয়ে প্রথমে রয়েছে ভারত।  ২০২৩ সালে শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারায় রোহিত শর্মার দল, যা প্রথম।  এছাড়া এ তালিকায় এতোদিন ২৯০ রানের জয় নিয়ে দ্বিতীয় স্থানে ছিলো নিউজিল্যান্ড।

সোমবার (২৬ জুন) তাদেরকে হটিয়ে এখন সেই জায়গা দখল করেছে উইলিয়ামসনের জিম্বাবুয়ে।  এছাড়া জিম্বাবুয়ে তাদের ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে।  কেননা একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ রান ছিলো ৩৫১।  যা ২২ বছর আগে অর্থাৎ ২০০১ সালে কেনিয়ার বিপক্ষে করেছিলো তারা।

সোমবার সেই রান টপকে তাদের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান করে স্বাগতিকরা।  জিম্বাবুয়ের বিশাল এই সংগ্রহে সেঞ্চুরি হাকিয়ে নিজেকেও অনেক উচ্চতায় নিয়ে গেছেন শন উইলিয়ামস।  তিনি মাত্র ৬৫ বলে সেঞ্চুরি পূরণ করেন।  শেষ পর্যন্ত তিনি আউট হন ১০১ বলে ১৭৪ রান করে।  চলমান বাছাইপর্বে উইলিয়ামসের এটি দ্বিতীয় ও সব মিলিয়ে সপ্তম ওয়ানডে সেঞ্চুরি।

১৫৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে উইলিয়ামসের এটি সর্বোচ্চ ইনিংসও।  আগের সর্বোচ্চ অপরাজিত ১২৯, ২০১৮ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে।  এদিকে ওয়ানডে ক্রিকেটে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও আয়ারল্যান্ড- এই ৪টি দলের কেউ-ই এখনো ৪শ রানের কোটা পূরণ করতে পারেনি।