বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরার বিমানে উঠেছে বাংলাদেশ দল। আজ সোমবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরবেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে দলের সাথে ফিরছেন না অধিনায়ক সাকিব আল হাসান, সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান এবং মেহেদী হাসান মিরাজ।
জানা গেছে, সাকিব অস্ট্রেলিয়া থেকে চলে যাবেন যুক্তরাষ্ট্র। ভারত সিরিজের প্রস্তুতি শুরু হলে টি-টোয়েন্টি অধিনায়ক দেশে ফিরবেন। অন্যদিকে সোহান ও মিরাজ কয়েকদিন অস্ট্রেলিয়াতে বেড়াবেন, তারপর দেশে ফিরবেন।
কোচিং স্টাফরাও সবাই ছুটিতে যাচ্ছেন। অস্ট্রেলিয়া থেকে যে যার দেশে চলে যাবেন। আগামী ২০ নভেম্বর তারা দলের সঙ্গে যুক্ত হবেন। তবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট শ্রীধরন শ্রীরামের বিষয়ে বোর্ড এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। বিশ্বকাপ পর্যন্তই বিসিবি তার সঙ্গে চুক্তি করেছিল। শোনা যাচ্ছে, ভারত সিরিজেও কোচের ভূমিকায় শ্রীরামকে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে।
সোমবার ওপেনার লিটন দাস বিমানবন্দর থেকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আপনাদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। পরের বার দল হিসেবে আরও ভালো করার আশা করছি। বাড়িতে ফিরছি।’
আগামী বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ; বলা চলে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলের বিশ্বকাপ মিশন শুরু হবে এই সিরিজ থেকেই। বাংলাদেশ-ভারতের সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। ওয়ানডে সুপার লিগের অংশ না হলেও টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ইতোমধ্যে দুই ফরম্যাটের জন্য ভারত শক্তিশালী দল গঠন করেছে।
আগামী ১ ডিসেম্বর ঢাকায় পা রেখে ৩ দিন বিশ্রাম নিয়ে ৪ ডিসেম্বর প্রথম ম্যাচ খেলতে নামবে দুই দল। সিরিজের শেষ দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ৭ ও ১০ ডিসেম্বর। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বন্দরনগরী চট্টগ্রামে হবে দুই দলের প্রথম টেস্ট। ১৪ থেকে ১৮ ডিসেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট ঢাকায় ২২ থেকে ২৬ ডিসেম্বর।