আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর গাবতলী স্থায়ী পশুর হাট সরেজমিন পরিদর্শন করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
সোমবার (২৬ জুন) দুপুর পৌনে ১২টায় পুলিশ সদর দপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৃষ্টি উপেক্ষা করে হাট পরিদর্শনে যান আইজিপি।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশীদসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত রয়েছেন।
আইজিপি বলেন, রাজধানী ছাড়ার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ তৎপর রয়েছে। যাত্রীদের যেকোনো অভিযোগ থাকলে নিকটবর্তী পুলিশ স্টেশন অথবা জাতীয় জরুরি নম্বরে ফোন করে জানানোর আহ্বান জানান তিনি।
পুলিশপ্রধান বলেন, পশুর ট্রাক রাজধানীতে প্রবেশ ও হাটের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। হাটে মলমপার্টি ও ছিনতাইকারীদের ব্যাপারে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সার্বিক পরিস্থিতি ঈদযাত্রা, সড়ক ব্যবস্থাপনা নিয়ে মিডিয়া ব্রিফিং করবেন তিনি।
এমএইচএফ