বাংলাদেশ দলের রক্ষণভাগে অন্যতম ভরসার নাম তারিক কাজী। তবে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বেঙ্গালুরুতে তার শুরুটা মোটেও ভালো হয়নি। লেবাননের বিপক্ষে তার ভুলে বাংলাদেশ গোল হজম করে, ম্যাচও হেরেছে।
হয়তো এনিয়ে অনুশোচনায় পুড়তে হয়েছিল ফিনল্যান্ড থেকে আসা এই ডিফেন্ডারকে। সেই জবাবটা বুঝি রবিবার (২৫ জুন) মাঠে দিলেন পারফরম্যান্স করে।
মালদ্বীপের বিপক্ষে অগ্নিপরীক্ষার ম্যাচে দারুণ খেলেছেন তারিক। রক্ষণ তো ঠিকঠাক সামলিয়েছেন। পাশাপাশি ৬৬ মিনিটে বাংলাদেশ এগিয়ে গেছে তারই দেওয়া দারুণ এক গোলে।
মোহাম্মদ ইব্রাহিমের কর্নারে জটলার মধ্যে তারিক তিনবারের চেষ্টায় লক্ষ্যভেদ করেন। ম্যাচের শেষ দিকে আহত হয়ে এসে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন। তারিক চোট পেয়ে বাইরে গেলেও তাতেও বাংলাদেশের রক্ষণে সমস্যা হয়নি। মাঠের সাইডলাইনে বসে শেষটা দেখছিলেন তারিক।
হয়তো তখন তার অবয়বে তৃপ্তির ছটা। তার গোলের পরই তরুণ শেখ মোরসালিন দারুণ এক লক্ষ্যভেদে দলকে তৃতীয় গোল উপহার দিয়ে মালদ্বীপকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন। হয়তো এমন গুরুত্বপূর্ণ জয়টা দলের জন্য কাম্য ছিল।
সাফে এখন ভালোভাবে টিকে আছে বাংলাদেশ দল। বুধবার (২৮ জুন) ভুটানের বিপক্ষে পয়েন্ট নিতে পারলে ২০০৯ সালের পর সাফে সেমিফাইনালে খেলার স্বপ্নপূরণ হবে বাংলাদেশের। সেই অপেক্ষায় আছে এখন সবাই।