নারী হ্যান্ডবলে মেরিনার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন

নারী হ্যান্ডবল লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে মেরিনার ইয়াংস।   রোববার (২৫ জুন) শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী  স্টেডিয়ামে লিগের ম্যাচে  আরামবাগ ক্লাবকে ৫৬-৩১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে মেরিনার ইয়াংস।

তিন বছর পর শুরু হয়েছিল কিউট নারী হ্যান্ডবল লিগের খেলা।  সবশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল এই লিগ।  করোনার কারণে মাঝের তিন বছর কোর্টে গড়ায়নি লিগের খেলা।  তবে সব ছাপিয়ে গড়ালে এবারের লিগ।

৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলেছিল।  দুই গ্রুপের দুই শীর্ষ দল সুপার ফোরে খেলেছিল।  চার বছর পর হলেও লিগের পরিবর্তে টুর্নামেন্টের আদলেই হয়েছে প্রতিযোগিতা।  অন্য সব দলের চেয়ে ঢাকা মেরিনার ইয়াংস ভালো দল গড়েছিল।  তাই শিরোপা পাওয়া ছিল তাদের জন্য সময়ের অপেক্ষা।

ভারতের জাতীয় দলের তিন খেলোয়াড় আনার পাশাপাশি ভারতের কোচও এনেছে।  ভারত নারী দলের প্রধান কোচ শচীন চৌধুরী মেরিনারকে শিরোপা জিতিয়ে বলেন, ‘বাংলাদেশে ভালো মানের খেলোয়াড় রয়েছে।  শুনলাম চার বছর পর লিগ হয়েছে।  নিয়মিত লিগ হলে নারী হ্যান্ডবলও অগ্রগতি হবে। ’