আফগান সিরিজেই বিশ্বকাপ প্রস্তুতি: পোথাস

আগামী জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।  এ সিরিজকে লক্ষ্য রেখে কঠোর অনুশীলন করছেন তামিম-সাকিবরা।  আর এই সিরিজই এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি হতে যাচ্ছে বলে জানিয়েছেন টাইগারদের সহকারী কোচ নিক পোথাস।

নিক পোথাসের দাবি, আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতিতে আফগান সিরিজ বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে পোথাস বলেন, ‘মূল লক্ষ্য অবশ্যই বিশ্বকাপ ও এশিয়া কাপ।  আফগানিস্তান সিরিজের চেয়ে ভালো কোনো প্রস্তুতি আমরা আর চাইতে পারতাম না।  তারা খুবই, খুবই ভালো ওয়ানডে দল। ’

ওয়ানডে সংস্করণেও আফগানদের বিপক্ষে জয় চান এই কোচ।  তবে টাইগারদের ওপর কোন চাপ দিতে রাজি নন তিনি।  তার মতে, টাইগারদের বেশি চাপে রাখে গণমাধ্যম ও সমর্থকরা।

নিক বলেন, ‘তারা ভীষণ কঠিন প্রতিপক্ষ।  তবে চাপের কথা যদি বলে, সেটা কেবলমাত্র।  একটি দিক থেকেই আসে।  সংবাদমাধ্যম ও সমর্থকদের কাছ থেকে আসে চাপ, আমাদের দিক থেকে নয়।  এটা তাই আপনাদের ওপর, কতটা চাপ আপনারা দিতে চান। ’