মাদারীপুর শহরের শহীদ সুফিয়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ নেই। মাঠের জন্য সরকারি জায়গা থাকলেও তা ভরাটের অভাবে বছরজুড়েই থাকে জলাবদ্ধতা। ক্লাসরুমেরও সংকট রয়েছে। শৌচাগারের অবস্থাও জরাজীর্ণ, শিক্ষকদের অফিস কক্ষটিও ছোট। এমন নানা সমস্যা নিয়ে এই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস করছে। দীর্ঘদিন ধরে এই অবস্থা থাকলেও তেমন কোনো পরিবর্তন হয়নি এই চিত্রের।
শিক্ষার্থীদের অভিভাবকদের দাবি, বিদ্যালয়ের মাঠটিতে বছরের অধিকাংশ সময় জলাবদ্ধতা থাকায় তারা বিদ্যালয়ে তাদের সন্তানদের পাঠালেও দুর্ঘটনার ভয়ে খুব চিন্তায় থাকতে হয়। তাই দ্রুত মাঠ ভরাটের দাবি জানিয়েছেন তারা।
এ ব্যাপারে প্রশাসন বলছে, মাঠ ভরাটের জন্য কোনো বরাদ্দ নেই। তবে তারা ভরাটের জন্য চেষ্টা করছেন।
সাবা, রেজা, সিমা, শিউলি, আয়ান, আরাফ, আলিফ, তাবসুমসহ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, তাদের বিদ্যালয়ে খেলার মাঠ নেই। তারা খেলতে পারে না। বিদ্যালয়ের পাশে পানি থাকায় তারা ভয়ও পায়। তাছাড়া খাবার পানি না থাকায় পাশের বিভিন্ন বাড়িতে পানি খেতে গেলে তারা বিরক্ত হন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরজাহান বেগম বলেন, আমরা যে কক্ষে বসে অফিসিয়াল কাজ করি, সেই কক্ষটি ছোট। একসাথে সবাই মিলে কাজ করতে বা টিফিনের সময় বিশ্রাম নিতেও সমস্যা হয়। পাশাপাশি তিনটি শ্রেণি কক্ষ দিয়েই শিক্ষার্থীদের ক্লাস নিতে হয়। তাই শ্রেণিকক্ষের দরকার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার বলেন, আমাদের বিদ্যালয়ে অনেকগুলো সমস্যা আছে। বিশেষ করে খেলার মাঠ নেই। বর্ষার সময় একদম সিঁড়ি পর্যন্ত পানি চলে আসে। শিক্ষার্থীদের বিনোদনের জন্য খেলার মাঠ খুব জরুরি। সেই সাথে বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাব, টয়লেট ও ওয়াসব্লক জরুরি। বিদ্যালয়ে ডিপ টিউবয়েল বসানো হয়েছে।
মাদারীপুরের প্রাথমিক সহকারী জেলা শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলাম বলেন, আমি ইতিমধ্যেই বিদ্যালয়টি পরিদর্শন করেছি। বিদ্যালয়টিতে নানা সমস্যা আছে। বিদ্যালয়ে মাঠ ভরাটের জন্য যে টাকার দরকার, তা সরকারিভাবে বরাদ্দ নেই। তবুও আমরা চেষ্টা করছি। শ্রেণি কক্ষের সংকট রয়েছে। তালিকা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এমএইচএফ