জবিতে শেরপুর জেলা ছাত্রকল্যাণের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিভিন্ন বিভাগে অধ্যায়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন শেরপুর ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি,এস,ই ডিপার্টমেন্ট এর ৭১২ নাম্বার রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোঃ আল আমিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ১৪৫ এ.ডি.এম শহিদুল ইসলাম।

তিনি বলেন, শেরপুর জেলার সকল শিক্ষার্থীর জন্য আমার দরজা সবসময় খোলা। আপনাদের যেকোনো প্রয়োজনে আমি পাশে আছি। ছাত্রদের পড়ালেখা করে এ দেশের এবং শেরপুর এর হাল ধরতে হবে। সঠিক মানুষ হয়ে গড়ে উঠতে হবে। শেরপুর জেলার ছাত্রদের কল্যানে তিনি বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী মো: আব্দুর রাজ্জাক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ডিপিডিসি, প্রাণীবিদ্যা বিভাগ এর সহকারী অধ্যাপক আসমাউল হুসনা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ মো: শাখাওয়াত হোসাইন, পরিচালক পুষ্পধারা প্রাপার্টিজ লিমিটেড এবং চেয়ারম্যান এ আর মিন্টু ফাউন্ডেশন মো: আতিকুর রহমান মিন্টু, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোঃ খসরু আলমসহ জবিস্থ শেরপুর জেলার নানা বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীরা।