সাগর থেকে বালু উত্তোলন: সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় অভিযান
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি জাহাজভাঙা কারখানায় অভিযান চালিয়ে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করেছে জেলা প্রশাসন। কারখানা থেকে দুটি ডাম্প ট্রাক ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার বড় কুমিরা ঘাটগড় এলাকায় ‘ওডব্লিউডব্লিউ’ শিপব্রেকিং ইয়ার্র্ড নামের কারখানায় অভিযান চালানো হয়। সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম জানান, সাগরের সন্দ্বীপ চ্যানেল থেকে এক্সকাভেটর দিয়ে দুটি ডাম্প ট্রাকে বালু উত্তোলন করছিল কারখানাটি। খবর পেয়ে শুক্রবার মধ্যরাতে অভিযান চালানো হয়।
এ সময় ডাম্প ট্রাক দুটির চালককে আটক করা হলেও সাগর থেকে বালু তোলার সঙ্গে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। তবে ডাম্প ট্রাক দুটি ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে।
জানা গেছে, জাহাজ নোঙরের জন্য শিল্প মন্ত্রণালয় কর্তৃক কারখানার মুখে বালু উত্তোলনের অনুমতির অপব্যবহার করে কারখানাটি বালু উত্তোলন করে রাতের আঁধারে বাইরে বিক্রি করে আসছিল। মহসিন নামে এক ব্যবসায়ী ‘ওডব্লিউডব্লিউ’ শিপ ব্রেকিং ইয়ার্ড মালিক।
ঠিকাদারের মাধ্যমে সাগর থেকে বালু উত্তোলন বিক্রি করে আসছিলেন তিনি। শুক্রবার রাতে অভিযানের সময় তাকে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকেই পাওয়া যায়নি। কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।