দোহারে রক্তাক্ত সকাল: গুলি করে হত্যা হারুন মাষ্টারকে
দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের প্রভাবশালী বিএনপি নেতা ও বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন মাস্টারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২ জুলাই) সকালটি দশটি সকালের মতো ছিলো না। সূর্যের আলো ফোটার পরপরই অন্ধকার নেমে এলো নয়াবাড়ির রাজনীতিতে। দুর্বৃত্তরা প্রাণ কেড়ে নিলো…