৮৮ বছরের রেকর্ড ভাঙলেন ইংলিশ ক্রিকেটার বিউমন্ট

ট্রেন্ট ব্রিজে মেয়েদের অ্যাশেজে অস্ট্রেলিয়ার মুখোমুখি ইংল্যান্ড।  যেখানে টেস্টের তৃতীয় দিনে ডাবল সেঞ্চুরি স্পর্শ করেছেন ইংলিশ ব্যাটার ট্যামি বিউমন্ট।  এর মধ্য দিয়ে ৮৮ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন তিনি।

মর্যাদাপূর্ণ অ্যাশেজে ডাবল সেঞ্চুরি হাকিয়ে ইংল্যান্ডের হয়ে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক বনে যান বিউমন্ট।  এর আগে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল বেটি স্নোবলের।  ১৯৩৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮৯ রান করেছিলেন তিনি।

শুক্রবার (২৩ জুন) ট্রেন্ট ব্রিজে ম্যাচের দ্বিতীয়দিনে শতক পূর্ণ করেন ট্যামি।  তৃতীয় দিনে ৩১৭ বলে ইংল্যান্ডের প্রথম নারী ক্রিকেটার হিসেবে স্পর্শ করেন দ্বিশতক।  ২০৮ রানে অ্যাশলে গার্ডনারের বলে আউট হয়ে ফেরেন সাজঘরে এই ব্যাটার।  ইংল্যান্ডের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডের পাশাপাশি দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটে শতকের মাইলফলকও স্পর্শ করেছেন বিউমন্ট।  এর আগে ইংলিশ ক্যাপ্টেন হিদার নাইট কেবল মাইলফলকটি স্পর্শ করেন।