চট্টগ্রামের ফটিকছড়িতে সাত বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার ১ ঘন্টার মধ্যেই ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১৮ অক্টোবর) রাত ১ টার সময় র্যাব-৭ এর একটি দল ওই ধর্ষক গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শরিফুল ইসলাম (৪৭)। তিনি ফটিকছড়ি থানার নাজিরহাট পৌরসভার বাসিন্দা মোঃ আনছার আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ৬ টায় ধর্ষিত শিশু (৭) তাদের বসত ঘরের সামনে খেলা করছিল। এ সময় শফিকুল ইসলাম ওই শিশুকে চকলেট খাওয়ানোর কথা বলে তার টেইলার্সের ঘরে নিয়ে দরজা বন্ধ করে জবরদস্তি করতে থাকে। জবরদস্তির একপর্যায়ে ওই শিশুর চিৎকার শুনে টিউবওয়েল এর পাশে থাকা তার বড় বোন ঘটনাস্থলে গিয়ে ওই শিশুটির নাম ধরে ডাকাডাকি করতে থাকে। ডাকাডাকির এক পর্যায়ে শফিকুল ইসলাম তার ঘরের দরজা খুলে দিলে শিশুটি অর্ধনগ্ন অবস্থায় দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে।
এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন ও দমন আইনে একটি মামলা দায়ের করে। যার মামলা নং ১০/১৩৬ তাং ১৯ অক্টোবর ২০২৩; ধারা-৯(৪) (খ) নারী ও শিশু নির্যাতন ও দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০)।
র্যাব-৭ চট্টগ্রাম জোনের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবসার বলেন, গোপন সূত্রের ভিত্তিতে র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত ১ টার সময় ফটিকছড়ি থানাধীন নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ এলাকা থেকে আসামি মোঃ শফিকুল ইসলামকে (৪৭) গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, উপস্থিত সাক্ষীদের সামনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত শফিকুল ধর্ষণের দায় স্বীকার করে। আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।