৫ সেকেন্ডেই তৈরি করা যাবে নির্বাচনী ব্যানার

এবার এক ক্লিকেই বিনামূল্যে তৈরি করা যাবে নির্বাচনি ব্যানার।  দেশসহ সারা বিশ্বে প্রথমবারের মতো নির্বাচনি ডিজিটাল ব্যানার তৈরির ওয়েবসাইট এনেছেন আইটি সেবাখাতের প্রতিষ্ঠান ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক এইদিনের সম্পাদক ও প্রকাশক তৌহিদ হোসেন।

সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে তৈরি (‘towhidhossain.com’) ওয়েবসাইট থেকে যে কেউ নিজের ছবি যুক্ত করে মাত্র ৫ সেকেন্ড বানিয়ে ফেলতে পারবেন পছন্দের প্রার্থীর সঙ্গে ডিজিটাল ব্যানার।

৭ জানুয়ারি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগের মনোনীত আসনে আওয়ামী লীগের প্রার্থীদের তথ্য ও ছবি যুক্ত করা আছে ওই ওয়েবসাইটে।  যে কেউ নিজের ছবি, নাম, পদবী ব্যবহার করে সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে সহজেই নির্বাচনী ব্যানার বানাতে পারবেন।

‘towhidhossain.com’ সম্পর্কে বলেন, নির্বাচন সামনে রেখে অনেক কর্মী-সমর্থক নিজের পছন্দের প্রার্থীর সাথে ব্যানার বানাতে চান, কিন্তু সেভাবে সুযোগ পান না।  তাদের কাঙ্ক্ষিত প্রার্থীদের সাথে ছবিসহ ব্যানার বানিয়ে দেওয়ার কাজটি সহজ করতেই এই উদ্যোগ নিয়েছি।  শুধুমাত্র ইন্টারনেট ও নিজের মোবাইল দিয়েই বানানো যাবে এই ব্যানার।  একজন ব্যক্তি একাধিক ব্যানারও বানাতে পারবেন।  আশা করছি, নির্বাচনী প্রচারে এটা ভালো সাড়া ফেলবে।

এই ওয়েবসাইটটি সম্পূর্ণ নিজ উদ্যোগে করা হয়েছে এবং অধিকাংশ ছবি অনলাইন থেকে সংগ্রহ করা।  যদি কোনো মনোনীত প্রার্থী তার ছবি পরিবর্তন করতে চায় তাহলে info@towhidhossain.com ইমেইলে নতুন ছবিটি দিলে পরিবর্তন করে দেওয়া হবে।

উল্লেখ্য, মানুষ এখন সামাজিক মাধ্যমেই বেশি সক্রিয়।   সামাজিক মাধ্যমেই নিজেদের মতামত বেশি প্রকাশ করে।  এক্ষেত্রে এই ওয়েবসাইটে বানানো ব্যানার কার্যকরী ভূমিকা রাখতে পারে।