প্রতিবছর ৪ নভেম্বর ‘ক’ ক্রমিকে ‘জাতীয় সংবিধান দিবস’ অত্যন্ত গুরুত্বের সাথে পালিত হবে। স্বাধীনতার ৫০ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেল দিবসটি।
সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
আগামী শুক্রবার (৪ নভেম্বর) পরবর্তী সংবিধান দিবস। চার দিন আগে মন্ত্রিসভায় দিবসটির রাষ্ট্রীয় স্বীকৃতি এলো।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ‘জাতীয় সংবিধান দিবস’ স্বীকৃতি পেল। এবার এত অল্প সময়ের মধ্যে হয়তো বড় অনুষ্ঠান আয়োজন সম্ভব নয়। তাই পরের বছর থেকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।