৪ দিনের টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের দাপট

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ৪ দিনের টেস্টের প্রথম দিনে সুবিধা করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল।  বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও দিনভর দাপট দেখিয়ে গেছেন ক্যারিবিয় ব্যাটাররা।  ৬৮ ওভার ব্যাটিং করে তাদের সংগ্রহ ২ উইকেটে ২২০ রান।  ৭০ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির অপেক্ষায় রয়েছেন শিব নারায়ন চন্দরপলের দারুণ খেলতে থাকা ছেলে ত্যাগনারায়ণ চন্দরপল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।  শুরুটা ভালোই করেন দুই ওপেনার কার্ক ম্যাকেঞ্জি এবং ত্যাগনারায়ণ চন্দরপল।  ব্যাট হাতে বেশ সাবলীল ছিলেন দুজনই।  উদ্বোধনী জুটি থেকে আসে ১৩০ রান।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষমেশ আউট হয়েছেন ১২৪ বলে ৮৬ রানের ইনিংস খেলে।  তিনে নেমে রেমন রিফার ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন।  ৪২ বলে ২৬ রানের ইনিংস খেলে দলের ১৬০ রানের মাথায় সাজঘরে ফিরে যান তিনি।

এরপর আলিক আথানাজেকে সাথে নিয়ে দিনের বাকি সময়টা পার করে দিয়েছেন ত্যাগনারায়ণ।  ফিফটি হাঁকিয়ে সেঞ্চুরির পথে ছুটছেন তিনি।  অন্যদিকে আলিকও অপরাজিত আছেন ৫২ বলে ৩৫ রানের ইনিংস খেলে।  অন্যদিকে ত্যাগনারায়ণ ১৯০ বলে ৭০ রান করে টিকে আছেন।  বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন মুশফিক হাসান এবং সাইফ হাসান।

এই ম্যাচে আফিফ হোসেন ধ্রুবর নেতৃত্বে খেলছে বাংলাদেশ ‘এ’ দল।  তিনটি চার দিনের টেস্টের প্রথম ম্যাচ এটি। এরপর ২৩ এবং ৩০ মে মাঠে গড়াবে সিরিজের বাকি ২ ম্যাচ।  সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।