জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ওপেনিং জুটিতে ১০১ রান তুলেছিলেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। কিন্তু তারপর যেন ব্যাটিং করতেই ভুলে গেলেন স্বাগতিকরা!
মাত্র ৪২ রানের ব্যবধানে ১০টি উইকেট হারিয়েছে বাংলাদেশ! একটা সময় মনে হচ্ছিল বড় সংগ্রহই পেতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু তারপর ভুলে যাওয়ার মতো ব্যাটিং করে ১৪৩ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ।
শুক্রবার (১০ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের এভাবে ভেঙে পড়া বিস্ময়কর। প্রতিপক্ষ জিম্বাবুয়ের শিবিরে ‘কঠিন’ বোলার খুঁজে বের করা যাবে না। জিম্বাবুয়ানরা বোলিংও করছিলেন মোটামুটি মানের। আবার উইকেটও যে বেশি বোলিং বান্ধব ছিল তেমনও নয়।
তবুও বিশ্বকাপের আগ মুহূর্তে রীতিমতো বিধ্বস্ত হলো বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে তরুণ তানজিদ হাসান তামিম উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন।