ইউরোপিয়ান ক্লাব ফুটবলে দলবদলের মৌসুম চলছে। এবার দলবদলের মৌসুমে সবচেয়ে বড় নাম পিএসজির তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। আগামী বছরই ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে তার চুক্তি শেষ হবে।
পিএসজি এই তারকাকে ফ্রি এজেন্টে ছেড়ে দিতে চাচ্ছে না। তাই এ ফুটবলারকে চড়া দামে বিক্রি করতে চায় ফরাসি ক্লাবটি। তাকেও সেই দামে কিনতে আগ্রহী ছিল ইউরোপিয়ান নানা ক্লাব।
এবার এই ফুটবলারকে দলে ভেড়াতে অবিশ্বাস্য প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। আর এমবাপ্পে রাজি হলে গড়বেন বিশ্বরেকর্ড। দলবদল বিষয়ে বিভিন্ন তথ্যের জন্য নির্ভরযোগ্য এক সাংবাদিক জানিয়েছেন, আল হিলার ক্লাবটি রেকর্ড ৩০০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৩৬২৭ কোটি ৪৭ লাখ টাকা) চুক্তির প্রস্তাব দিয়েছে মেসির সাবেক পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে।
এই প্রস্তাব গ্রহণ করলে এমবাপ্পে আল-হিলালের তো বটে সৌ প্রো লিগেরই সবচেয়ে দামি খেলোয়াড় হবেন তিনি। যদিও ইউরোপিয়ান মিডিয়ার খবর, ইউরোপে থাকতে চাচ্ছেন এমবাপে। তাকে পেতে মুখিয়েও আছে রিয়াল মাদ্রিদ ও চেলসি। ধারণা করা হচ্ছে, পরের মৌসুমে আর লিগ ওয়ানে থাকছেন না ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা।
ব্যক্তিগতভাবে এমবাপ্পের প্রথম পছন্দ রিয়াল মাদ্রিদ। গুঞ্জন রয়েছে, এরই মধ্যে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে মৌখিক চুক্তি করেও ফেলেছেন তিনি।
এমবাপ্পে যদি সৌদি ক্লাবের এই প্রস্তাবে রাজি হন তাহলে গড়বেন নতুন বিশ্বরেকর্ডও। একই সঙ্গে তিনি হবেন সবচেয়ে বেশি টাকায় বিক্রি হওয়া ফুটবলার। বর্তমানে এই রেকর্ডটি ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের দখলে রয়েছে।