মূলত পেস বোলার হিসেবেই পরিচয় শট অ্যাবটের। টি- টোয়েন্টিতে যার সর্বোচ্চ ইনিংস ৪১ রানের। কিন্তু সেখানেই ইতিহাস গড়ে ফেললেন এই অজি ক্রিকেট তারকা। টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির কীর্তিতে নাম লিখিয়েছেন তিনি। ৩৪ বলে সেঞ্চুরি হাঁকানোর পর ১১০ রানে অপরাজিত থাকেন অ্যাবট। ৪১ বলের ইনিংসটি ১১ ছক্কায় সাজানো।
২০০৪ সালে কেন্টের জার্সিতে ৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়েছিলেন প্রয়াত অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। এবার সেই কীর্তিতে ভাগ বসালেন তারই স্বদেশী অ্যাবট।
টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অবশ্য এখনও ক্রিস গেইলের দখলে। ক্যারিবীয় ব্যাটিং দানব আইপিএলে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন। এছাড়া ভারতীয় ব্যাটার ঋশভ পন্থ ৩২ বলে এবং সাউথ আফ্রিকার ব্যাটার উইহান লুবের ৩৩ বলে সেঞ্চুরি রয়েছে।