আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের (রসিক) নির্বাচান। সোমবার (৭ নভেম্বর) সকালে লংপুর সিটি করপোরেশন নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম আনুষ্ঠানিক তপশিল ঘোষণা করেন।
জাহাংগীর আলম জানান, রসিক নির্বাচনেও ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এবং ঢাকা নির্বঅচন কমিশন কার্যালয় থেকে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করা হবে।
ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর।
রংপুর সিটি করপোরেশন ও পৌরসভার নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকার মহাপরিচালক মো. আবদুল বাতেন।
সচিব জানান, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৯৩টি, সাধারণ ওয়ার্ড ৩৩টি, সংরক্ষিত ওয়ার্ড ১১টি এবং ভোটার সংখ্যা ৩ লক্ষ ৯৩ হাজার ৯৯৪ জন।
২০৫ দশমিক ৭০ বর্গকিলোমিটার আয়তনের রংপুর সিটি করপোরেশনের লোকসংখ্যা প্রায় ৮ লাখ। এ সিটিতে ভোটারের সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার। ২০১২ সালের ২৮ জুন এ সিটি গঠিত হয়।
সর্বশেষ ২০১৭ সালের ২১ ডিসেম্বর রংপুর নির্বাচন হয়েছিল। ২০১৭ সালের এই সিটির পুরো নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছিল ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সেবার মেয়র নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ ছাড়া পাঁচটি পৌরসভার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ আগামী ৩ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর।
পৌরসভা পাঁচটি হলো—(১) বাঘা, রাজশাহী (২) বিরল, দিনাজপুর (৩) বোদা, পঞ্চগড় (৪) আলফাডাঙ্গা, ফরিদপুর এবং (৫) বনপাড়া, নাটোর।