২৪ ডিসেম্বর গণমিছিল না করতে বিএনপিকে অনুরোধ সেতুমন্ত্রীর

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৪ ডিসেম্বর ঢাকা মহানগরীতে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি না করার জন্য বিএনপির প্রতি অনুরোধ জানিয়েছেন।  কারণ ওইদিন আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ অনুরোধ করেন।

তিনি বলেন, আওয়ামী লীগের সম্মেলনের দিন বিএনপির গণমিছিল করা মানে সংঘাত সৃষ্টি করতে চাওয়া।  ২৪ ডিসেম্বর সারা দেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় আসবে।  তাই এদিন বিএনপি গণমিছিল করলে সমস্যা হতে পারে।  প্রয়োজনে ঢাকার বাইরে গিয়ে গণমিছিল করুক বিএনপি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এসব বিষয় নিয়ে কূটনীতিকরা সংঘাতের আশঙ্কা করছেন।  সংঘাত এড়িয়ে চলতে হবে।  ২৪ ডিসেম্বরকে ঘিরে কোনো উসকানি না দিতে বিএনপির প্রতি অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, সমাবেশের নামে অরাজকতা করতে চেয়েছিল বলেই ১০ ডিসেম্বর বিএনপির টার্গেট ব্যর্থ হয়েছে।  তারা সরকারকে লাল কার্ড দেখাতে চেয়েছিল, জনগণই তাদেরকে লালকার্ড দেখিয়ে দিয়েছে।

১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশে ৭ মার্চের চেয়ে বেশি লোক হয়েছে- বিএনপি নেতাদের এমন দাবির প্রেক্ষিতে তিনি বলেন, বিএনপি নেতারা পাগল হয়ে গেছেন।  ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ ছিল সুপার ফ্লপ।  এদিন সারা দেশের সব ওয়ার্ড, থানা ও পাড়া-মহল্লায় আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নেয়, যাতে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা করতে না পারে বিএনপি।

তিনি আরও বলেন, যে দলে গণতন্ত্র নেই, তারা দেশে কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে!  বিএনপির মুখে গণতন্ত্রের বুলি মানায় না।