মানিকগঞ্জের সিংগাইরে রুবেল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওমর আলীকে গ্রেফতার করেছেন র্যাব। শনিবার (২৬ আগস্ট) রাত পৌনে ১ টার দিকে ঢাকা জেলার সাভার থানার বলিয়ারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৪ এর একটি দল। গ্রেফতারকৃত ৬৬ বছরের ওমর আলীর বাড়ি মানিকগঞ্জের সিংগাইরের ধল্লা ইউনিয়নের গাজিন্দা এলাকায়।
রবিবার (২৭ আগস্ট) সকাল ৯ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৪ মানিকগঞ্জ এর কোম্পানী কমান্ডার লে.কমান্ডার মোহাম্মদ.আরিফ হোসেন এ তথ্যটি নিশ্চিত করেন।
এজহারপত্রে জানা যায়, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০০১ সালের ২৬ এপ্রিল প্রতিবেশী রুবেল হোসেনকে ফসলের মাঠে একা পেয়ে পূর্ব থেকে ওৎপেতে থাকা ওমর আলী, সহযোগী ইব্রাহিম,রাজ্জাক ও হানিফসহ বেশকয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় পরের দিন নিহতের বাবা সামছুল হক বাদি হয়ে ওমর আলীকে প্রধান আসামী করে ৬-৭জন নাম উল্লেখ্য করে সিংগাইর থানায় হত্যা মামলা করেন।
মামলার পর পুলিশ ওমর আলী, ইব্রাহিম,রাজ্জাক ও হানিফ আলীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। মামলায় ১৭মাস কারাভোগের পর আসামীরা জামিনে বের হয়ে পলাতক থাকেন এবং মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর আলী,ইব্রাহিম,রাজ্জাক ও হানিফ আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওমর আলীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। মামলায় অভিযুক্ত প্রমাণিত না হওয়ায় বাকি ব্যক্তিদের খালাস প্রদান করেন।
লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান,মামলার সাজা থেকে রক্ষা পেতে জামিনে বের হয়ে ২০ বছর আত্মগোপনে ছিলেন ওমর আলী। মামলায় সাজা হওয়ার পর গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সাভারের বলিয়ারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আইনগত প্রক্রিয়া শেষে সিংগাইর থানা পুলিশের কাছে আসামী ওমর আলীকে হস্তান্তর করে র্যাব।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।