কয়েকদিন বন্ধ থাকার পর সিজেকেএস বাকলিয়া কনস্ট্রাকশন ২য় বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্বের খেলা মঙ্গলবার (১৩ জুন) থেকে শুরু হচ্ছে। এতে মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে রেলিগেশন পর্বের প্রথম খেলায় লিটল ব্রাদার্স ও মাদারবাড়ি মুক্তকণ্ঠ মুখোমুখি হবে।
সুপার ফোর পর্বের খেলা মাঠে গড়াবে বৃহস্পতিবার (১৫ জুন)। এদিন পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী ও ইয়াং স্টার ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে। আপাতত ৪দিন এম এ আজিজ স্টেডিয়ামে রেলিগেশন (২দিন) ও সুপার ফোর (২ দিন) পর্বের খেলা চলবে। তারপরের খেলাগুলো কোথায় হবে পরে জানানো হবে।
২য় বিভাগ ক্রিকেট লিগে সুপার ফোর পর্বে উন্নীত ৪টি দল হলো, বার্ডস স্পোর্টিং ক্লাব (১৯ পয়েন্ট), পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী (১৮ পয়েন্ট), কোয়ালিটি ব্লুজ (১৩ পয়েন্ট) ও ইয়াং স্টার ক্লাব (১১ পয়েন্ট)। রেলিগেশন লিগের ৪টি দল হলো, লিটল ব্রাদার্স এলিট পেইন্ট ওপিএ ও মাদারবাড়ি মুক্তকণ্ঠ। উল্লেখ্য প্রথম পর্বের পয়েন্ট সুপার ফোর পর্ব ও রেলিগেশন লিগে যোগ হবে।
রেলিগেশন পর্বের ফিকশ্চার: ১৩ জুন: লিটল ব্রাদার্স বনাম মাদারবাড়ি মুক্তকণ্ঠ, ১৪ জুন: এলিট পেইন্ট বনাম ওপিএ, ১৭ জুন: লিটল ব্রাদার্স বনাম ওপিএ, ১৮ জুন: এলিট পেইন্ট বনাম মাদারবাড়ি মুক্তকণ্ঠ, ২১ জুন: ওপিএ বনাম মাদারবাড়ি মুক্তকণ্ঠ এবং ২২ জুন: লিটল ব্রাদার্স বনাম এলিট পেইন্ট।
সুপার ফোর পর্বের ফিকশ্চার: ১৫ জুন: পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী বনাম ইয়াং স্টার ক্লাব, ১৬ জুন: বার্ডস স্পোর্টিং ক্লাব বনাম কোয়ালিটি ব্লুজ, ১৯ জুন: পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী বনাম কোয়ালিটি ব্লুজ, ২০ জুন: বার্ডস স্পোর্টিং ক্লাব বনাম ইয়াং স্টার ক্লাব, ২৩ জুন: কোয়ালিটি ব্লুজ বনাম ইয়াং স্টার ক্লাব এবং ২৪ জুন: পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী বনাম বার্ডস স্পোর্টিং ক্লাব।