২য় বিভাগ ক্রিকেটে জিতেছে আবাহনী জুনিয়র

সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট লিগে জয় পেয়েছে আবাহনী জুনিয়র।  বৃহস্পতিবার (২৫ মে) এম আজিজ অনুষ্ঠিত খেলায় তারা উইকেটে লিটল ব্রাদার্সকে পরাজিত করেছে।  খেলায় টসে হেরে প্রথমে ব্যাট করে লিটল ব্রাদার্স ৪৫.ওভারে ১৬৭ রানে অল-আউট হয়।  জবাবে আবাহনী জুনিয়র ৪১.ওভারে উইকেট হারিয়ে জয় (১৬৮) নিশ্চিত করে।

লিটল ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন হাসিবুর রহমান।  এছাড়া আরমান ২৪, ফাহাদ ২৪, হাসানুল ১৬ মামুন ১৬ রান করেন।  আবাহনী জুনিয়রের মিনহাজ ১৬ রানে ৪টি এবং সাইফুল ইসলাম মানিক ২০ রানে উইকেট দখল করেন।

আবাহনী জুনিয়রের হয়ে ম্যাচ সেরা ৪৪ রান করেন সায়মন ইসলাম, এছাড়া সাইফুল ইসলাম অপ: ৩৪ সাইফুল ইসলাম মানিক ২১ রান করে দলের জয়ে ভুমিকা রাখেন।  লিটল ব্রাদার্সের জাহেদুল হক ৩০ রানে উইকেট দখল করেন।