১ থেকে ৭ জানুয়ারি আদালত বর্জন করবে বিএনপিপন্থী আইনজীবীরা

ডামি নির্বাচন বর্জন ও সরকারের পদত্যাগের দাবিতে ১ থেকে ৭ জানুয়ারি দেশের সকল আদালত বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা। আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংগঠনটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল জানান, আগামী ১ জানুয়ারি থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, সব জেলা আদালত, সেশন্স আদালত, মুখ্য মহানগর হাকিমদের আদালতসহ কোনো আদলতের কার্যক্রমে অংশ নেবে না জাতীয়তাবাদী আইনজীবীরা। আগামী ৩১ ডিসেম্বর প্রধান বিচারপতিকে এই কর্মসূচি সম্পর্কে জানাবেন তারা। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ২৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত দুই মাসে সাড়ে ২৩ হাজার বিএনপির নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়া গত প্রায় চার মাসে সাজা দেওয়া হয়েছে প্রায় ১৫০০ নেতাকর্মীকে। এদিকে, বিএনপির আদালত বর্জনের কর্মসূচির প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন জানান, বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে জনস্বার্থ বিরোধী এই কর্মসূচি দিয়েছে তারা। এছাড়া বিএনপি নেতাকর্মীদের পুরাতন মামলার কারণেই সাজা হচ্ছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। এদিকে, অসহযোগ আন্দোলন বাস্তবায়ন ও ৭ জানুয়ারির ভোট বর্জনের দাবিতে বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় এই কর্মসূচি পালিত হয়। বিভিন্ন পেশাজীবী ও পথচারীদের ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়। নাটোরে জেলা বিএনপির আয়োজনে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় জনগণকে আসন্ন নির্বাচন বর্জনের আহ্বান জানান বিএনপি নেতাকর্মীরা। অসহযোগ আন্দোলনের জন্য জনমত তৈরির লক্ষ্যে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়।