১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৯ নভেম্বর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।  এই নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।

শনিবার (৪ নভেম্বর) সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ নিবন্ধন পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৯ নভেম্বর থেকে।  যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।  আবেদনের পর প্রার্থীদের বাছাই পরীক্ষায় অংশ নিতে হবে।  এ নিবন্ধন পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হবে।  তিন ধাপের বাছাইয়ের প্রথমেই দিতে হবে প্রিলিমিনারি পরীক্ষা।  প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হবে।  লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।  এবার আবেদন ফি ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।  আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদন করার পর User ID প্রাপ্ত প্রার্থীগণকে ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।  বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।