১৭ নভেম্বর রায়কে কেন্দ্র করে গোপালগঞ্জ আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি – তুচ্ছ কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ দিন পার

২০২৫ সালের ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের আহ্বানে সারাদেশব্যাপী পালিত হয় শাটডাউন। এরই অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সারাদিনজুড়ে নিরাপত্তা ছিলো চরম সতর্কতায়, যদিও দু’একটি তুচ্ছ ঘটনা ছাড়া সন্ধ্যা ৭টা পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতা দেখা যায়নি।

বঙ্গবন্ধু সমাধি সৌধ, গহবরডাঙ্গা চৌরঙ্গী মোড়, উপজেলা পরিষদ ও গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসার ও অন্যান্য বাহিনীর কড়া নজরদারি ছিল চোখে পড়ার মতো।

টুঙ্গিপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর (বিপিএম পিপিএম) বলেন, টুংগীপাড়া আমরা সর্বাত্মক পুলিশ সদস্যসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী নিয়ে সতর্ক অবস্থানে সারাদিন আছি, দু-একটি তুচ্ছ ঘটনারা ছাড়া সারাদিন বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে শেখ রাসেল শিশু পার্কের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী জটিকা মিছিল করে,পরে খড়কুটা জড়ো করে আগুন ধরিয়ে দেয়। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত উপস্থিত হয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তবে আশ্চর্যজনকভাবে, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী মাঠে দেখা যায়নি। কেউ কোনো মিছিল কিংবা অবস্থান কর্মসূচিতে অংশ নেয়নি। অনেক জায়গায় এক ধরনের নিস্তব্ধতা বিরাজ করছিল।

টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই সতর্ক অবস্থান নেওয়া হয়েছিল। বিভিন্ন এলাকার চৌরাস্তা, বাজার ও সরকারি ভবনের আশেপাশে মোতায়েন করা হয়েছিল নিরাপত্তা বাহিনী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, ও ওসি জাহিদুল ইসলাম এবং গোয়েন্দা সংস্থাসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা সারাদিন মাঠে তদারকি করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক রাখা হয়।