১২০০ কেজির ‘লোহাগাড়ার কিং’, দাম ১০ লাখ

চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া তেওয়ারি হাটের কোরবানির পশু বাজারে ক্রেতাদের নজর কাড়ছে ‘লোহাগাড়ার কিং’। ১২০০ কেজি ওজনের গরুটি দেখতে ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা।

রবিবার (২৫ জুন) বিকেলে সরেজমিনে ঘুরে দেখা যায়, হাটে আরও গরু উঠলেও মানুষের জটলা ‘লোহাগাড়ার কিং’কে ঘিরে। আধুনগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ সোহেল গরুটির মালিক।

তার সাথে আলাপ করে জানা যায়, ওজন ১২০০ কেজি ওজনের গরুটি দাম ১০ লাখ। তবে লোহাগাড়ার কেউ নিতে চাইলে সর্বশেষ ৮ লাখ টাকা পর্যন্ত রাখতে পারবেন।

তিনি আরও বলেন, ‘সম্পূর্ণ দেশি পদ্ধতির খাবার খাইয়ে লালন-পালন করা হয়েছে লোহাগাড়ার কিংকে। ভুট্টা, জব, কাঁচা ঘাস, কালাইয়ের ভুষি, গমের ভুষি এবং খড় খাইয়ে বড় করেছি। এটিই লোহাগাড়ার সবচেয়ে বড় আকৃতির গরু।

এদিকে, দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় হাট লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারিহাট। ইতোমধ্যে ছোট-বড় নানা ধরনের গরুতে ভরে গেছে হাট। তবে গত বছরের চেয়ে এবার কোরবানির গরুর দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।

হাটের ইজারাদার নুরুল ইসলাম সিকদার বলেন, গরু ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ে মাইক দিয়ে সচেতন করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাজারে গরু ভরপুর হলেও বেচা-কেনা এখনও তেমন জমেনি। হয়তো সামনের বাজারে বেচা-কেনা বাড়তে পারে।

কোরবানির গরুর হাটে কর্তব্যরত লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এস.আই) মোজাম্মেল জানান, হাটের আইনশৃঙ্খলা বর্তমানে স্বাভাবিক রয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আমাদের পুলিশে টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।