১০ ডিসেম্বর ওয়ার্ডে ওয়ার্ডে পাহারায় থাকবেন আ. লীগ নেতাকর্মী

জানালেন তথ্যমন্ত্রী

১০ ডিসেম্বর আওয়ামী লীগের নেতাকর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

বুধবার (২৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা জানান।

হাছান মাহমুদ বলেন, ‘হেফাজতে ইসলাম যেভাবে বিশৃঙ্খলা সষ্টির অপচেষ্টা চালিয়েছিল, বিএনপি সেই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।  তারা প্রয়োজনে গাড়ি-ঘোড়া ভাঙচুর, অগ্নি-সন্ত্রাস করতে চায়।  মানুষের সম্পত্তির ওপর হামলা পরিচালনা করতে চায় দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করার জন্য।  বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ সেটি হতে দেবে না।’

হাছান মাহমুদ বলেন, ‘১০ ডিসেম্বর আমাদের কর্মীরা-নেতারা ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবেন।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন ১০ ডিসেম্বর থেকে সরকার পতনের এক দফা আন্দোলন শুরু।  এ বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘বাংলায় একটা কথা আছে না- খালি কলসি বাজে বেশি।  তারা তো এক দফার আন্দোলনে আছেনই।  তারা তো সরকারের পদত্যাগ দাবি করছেন ১২/১৩ বছর ধরে।’

মন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর কী হবে, সেটা আমরা জানি ও বুঝি।  কারণ, সারাদেশে তো ওরা সমাবেশ করেছে।  সমাবেশের নামে কোনো কোনো জায়গায় পিকনিক করেছে।  কোথাও আবার সমাবেশের নামে বিশৃঙ্খলাও সৃষ্টি করেছে।  সমাবেশের নামে যে হাঁকডাক, তার কোনো প্রতিফলন সমাবেশগুলোতে ছিল না।

বিএনপির সমাবেশগুলোতে সরকার সর্বাত্মক সহায়তা করেছে দাবি করে হাছান মাহমুদ বলেন, তারা সেজন্য নির্বিঘ্নে সমাবেশগুলো করতে পেরেছে।  কিন্তু তারা যখন ক্ষমতায় ছিল আমাদের সমাবেশে গ্রেনেড ও বোমা হামলা চালিয়েছে।  বহু মানুষকে হতাহত করেছে।  তাদের সমাবেশে কিন্তু আজ পর্যন্ত একটা পটকাও ফোটেনি।