ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ-পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশন আয়োজে শুক্রবার (১৬ জুন) শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন ১ম জাতীয় ফাইটার কারাতে প্রতিযোগিতা’। রাজধানীর পল্টনস্থ শহীদ তাজ উদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ৩০০ জন প্রতিযোগীর অংশগ্রহণে দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে শনিবার (১৭ জুন) পর্যন্ত।
প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য বুধবার (১৪ জুন) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কাতা (পুরুষ ও মহিলা), ফাইট (পুরুষ ও মহিলা), অল ব্রেকিং ডিসপ্লে (পুরুষ ও মহিলা) ও অল ইনস্ট্রুমেন্ট ডিসপ্লেসহ (পুরুষ ও মহিলা) মোট চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এবারের এই প্রতিযোগিতা।
যেগুলোতে বিভিন্ন জেলা, ক্লাব, সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১৫টি স্বর্ণ, ১৫টি রৌপ্য ও ১৫ ব্রোঞ্জসহ মোট ৪৫টি পদকের জন্য তারা লড়বেন।
শুক্রবার (১৬ জুন) সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু।