আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্প্রতি ওয়ানডে র্যাংকিং হালনাগাদ করেছে। বুধবার (১৭ মে) প্রকাশিত সবশেষ এ র্যাংকিংয়ে সেরা দশে উঠে ইতিহাস সৃষ্টি করেছেন আয়ারল্যান্ডের তরুণ ক্রিকেটার হ্যারি টেক্টর।
বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন টেক্টর। চেমসফোর্ডে দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ার সেরা ১৪০ রান করেন তিনি। সবমিলিয়ে ২০৬ রান নিয়ে সিরিজের শীর্ষস্থানীয় রান সংগ্রাহক ছিলেন ২৩ বছর বয়সী আইরিশ ক্রিকেটার।
এতে ৭২ রেটিং পয়েন্ট অর্জন করেছেন টেক্টর। যার ফলে শীর্ষ ১০-এ ঢুকে পড়েছেন তিনি। বর্তমানে ৭২২ পয়েন্ট নিয়ে আইসিসির ওডিআই র্যাংকিংয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন প্রতিভাবান এ খেলোয়াড়।
আয়ারল্যান্ডের ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত সেরা অবস্থান টেক্টরের। ওয়ানডে র্যাংকিংয়ে কোনো আইরিশ ব্যাটারের সর্বকালের সর্বোচ্চ রেটিং এটি। এর আগে এ কীর্তি ছিল হার্ডহিটার পল স্টার্লিংয়ের। তার সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ৬৯৭। ২০২১ সালের জুনে এমন কৃতিত্ব দেখান তিনি।
আগামী জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেবে আয়ারল্যান্ড। ফলে র্যাংকিংয়ে আরও উন্নতি করার সুযোগ পাচ্ছেন তিনি। এ ক্রিকেটারের প্রতি আস্থা প্রকাশ করেছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি।
তিনি মনে করেন, আইরিশ ক্রিকেটের গ্রেটদের একজন হওয়ার মতো সব গুণ রয়েছে টেক্টরের। বালবির্নি বলেন, টেক্টর আমাদের জন্য যত বেশি রান করবে, আমরা তত ভালো জায়গায় যেতে পারব।
টেক্টর র্যাংকিংয়ে সেরা দশে ঢুকে পড়ায় পেছনে পড়ে গেছেন ভারতের মাস্টার ব্লাস্টার বিরাট কোহলি। ৭১৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে নেমে গেছেন তিনি। আর রোহিত শর্মা চলে গেছেন ১০ম স্থানে। উল্লেখ্য, ৮৮৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।