নতুন ফিচার এনেছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। যেখানে যে কোনও ইমেইল অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে পারবেন। অ্যাপে লগ ইন করতে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য এই সুবিধা এনেছে মেটা। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এই ফিচারের রোল আউট।
যে কারণে হোয়াটসঅ্যাপে ইমেইল লিঙ্ক
হোয়াটসঅ্যাপে লগ ইনের সময় ইউজারের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ৬ ডিজিটের কোড এসএমএস’র মাধ্যমে পাঠানো হয়। কিন্তু, এমনও দেখা যায়, ওই কোডের এসএমএস পৌঁছাতে দেরি করে। এ অবস্থায় তো আর লগ ইন করা সম্ভব না। তাই ইমেইল অ্যাড্রেস লিঙ্ক যুক্ত করছে মেটা। ফলে ওই ৬ ডিজিটের ভেরিফিকেশন কোড এসএমএস’র পাশাপাশি ইমেইলেও পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।
এই ফিচারটি বর্তমানে আইফোনে পাওয়া যাবে। তবে অ্যান্ড্রয়েডে পাওয়া যাবে বেটা ভার্সনে। এর জন্য যেতে হবে প্লে-স্টোরে। সেখানে WhatsApp Listing অপশনে ক্লিক করতে হবে। তারপর Join Beta Version এ ক্লিক করে যোগ দিতে হবে।
হোয়াটসঅ্যাপে ইমেইল অ্যাড্রেস লিঙ্ক করবেন কী ভাবে?
- এর জন্য হোয়াটসঅ্যাপে থ্রি লাইন ডটে ক্লিক করে সেটিংস মেনুতে যেতে হবে।
- এখানে অ্যাকাউন্টস অপশনে ক্লিক করতে হবে।
- তারপর ইমেইল অ্যাড্রেস অপশনে ক্লিক করতে হবে।
- এবার যে ইমেইল দিতে চান সেটি এখানে লিঙ্ক করতে হবে।
- মনে রাখবেন ওই ইমেইল যেন অ্যাক্টিভ থাকে। কারণ সেখানে ভেরিফিকেশন কোড পাঠাবে হোয়াটসঅ্যাপ।
- এবার OTP দিলেই হোয়াটসঅ্যাপের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে আপনার ইমেইল অ্যাড্রেস।
উল্লেখ্য, ফিচারটি সফল ভাবে রোল আউট হয়ে গেলে, অ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেট করে নিতে হবে। তারপরই ইমেইল ভেরিফিকেশন যুক্ত করতে পারবেন অ্যাকাউন্টে।