হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে বাইডেন পরিবারের সাথে এক নৈশভোজে যোগ দেন মোদি। রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাওয়া ভারতের প্রধানমন্ত্রীকে বুধবার স্বাগত জানান জো বাইডেন ও জিল বাইডেন। এনবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসে পৌঁছলে নরেন্দ্র মোদিকে সঙ্গীতের মাধ্যমে বিশেষ অভ্যর্থনা জানানো হয়। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সঙ্গে কথা বলতে দেখা যায়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি ঝিল বাইডেনকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেন, আমাদের বেশ কয়েকটি বিষয় নিয়ে দুর্দান্ত কথোপকথন হয়েছে।
এছাড়া, মার্কিন সিনেট ও কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন তিনি।
হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, আজ সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ও দেশটির ফার্স্ট লেডির দেওয়া এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর আগে বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর প্রাঙ্গনে, যোগ দিবসের বিশেষ অনুষ্ঠানে অংশ নেন মোদি। তার নেতৃত্বে ওই আসরে ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিকসহ জাতিসংঘে নিযুক্ত কর্মকর্তারা। এছাড়া অংশ নেন হলিউড অভিনেতা রিচার্ড গিয়ার, নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের মতো ব্যক্তিত্ব।
১৩৫টি দেশের মানুষ জাতিসংঘ সদর দপ্তর প্রাঙ্গণে যোগ ব্যায়াম করেছেন। যা গিনেজ ওয়ার্ল্ডে নাম লিখিয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফর শুরু করেন মোদি।
এদিন মার্কিন গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার প্রধান ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেন তিনি। দেশটিতে বৈদ্যুতিক গাড়ি ও মহাকাশনির্ভর বাণিজ্যিক প্রকল্পে ‘বিনিয়োগের সুযোগ খুঁজে দেখতে’ তারা মাস্ককে আমন্ত্রণ জানিয়েছে। ভারতে যত দ্রুত সম্ভব বিদ্যুচ্চালিত গাড়ি টেসলা আনার প্রতিশ্রুতি দিয়েছেন কোম্পানির মালিক ইলন মাস্ক। তিনি এর ‘সঠিক সময়টি ঠিক করার’ চেষ্টা করছেন।
এমএইচএফ