জনপ্রিয় উইটিউবার হিরো আলমের ফেসবুক পেইজ-ইউটিউব চ্যানেলসহ মোট ৯টি আইডি হ্যাক করা হয়েছে।
আজ মঙ্গলবার (২ মে) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যাচ্ছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
হিরো আলম জানান, “হিরো আলম নামে যে ফেসবুক পেজটি ছিল, সেটি হ্যাক করা হয়েছে। গতকাল (১ মে) সন্ধ্যায় আমার ব্যক্তিগত ‘আশরাফুল হোসেন আলম’ নামে আইডিও হ্যাক করা হয়েছে। সেখানে বিভিন্ন লেখাও পোস্ট করেছে হ্যাকাররা। আর সেটি কে করেছে তাও আমার জানা। একজন প্রবাসী এই কাজটি করেছে। তার সঙ্গে আমাদের দেশের অনেকেই জড়িত আছে। কী কারণে আমার আইডি হ্যাক করেছে এবং তারা যে আমার ৯টি অ্যাকাউন্ট হ্যাক করেছে সেটাও স্বীকার করেছে।”
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যে ছেলেটা হ্যাক করেছে তার নাম মিঞা আসকার। তিনি দেশের বাইরে থাকেন। যেহেতু তারা দেশের বাইরে থাকেন, তাদের নাকি আমরা কিছু করতে পারব না। এখন আমি ডিবি অফিসে যাচ্ছি। মূলত একটা চক্র দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে আমার ক্ষতি করার চেষ্টা করছে। আমাকে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহপাক কাউকে যদি না মারে, কেউ কাউকে মারতে পারে না।’