ফুটবল মাঠে হিজাব নিষিদ্ধ করেছিল ফিফা। সেই নিষেধাজ্ঞা ২০১৪ সালে আবার উঠিয়েও নেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। মুসলিমপ্রধান বিভিন্ন দেশের নারী ফুটবলারদের হিজাব পরে খেলতে নামার দৃশ্য মাঝেমধ্যেই এখন দেখা যায় ফুটবল মাঠে। কিন্তু, বিশ্বকাপের মঞ্চে এতদিন এটি ছিল সম্পূর্ণ অচেনা! এবার দর্শকরা দেখল সেটিই।
গত পুরুষ বিশ্বকাপে সবচেয়ে বড় চমক ছিল মরক্কো। প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে তারা।
এবার নারী ফুটবল বিশ্বকাপেও চমকে দিচ্ছে দলটি। বিশ্বকাপ ইতিহাসে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই পেয়েছে প্রথম জয়ের দেখা। সেই ম্যাচে হিজাব পরে মাঠে নেমে আরও এক ইতিহাস গড়লেন নুইহাইলা বেনজিনা।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে চলছে ফিফা নারী বিশ্বকাপ ২০২৩। ‘এইচ’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে রোববার (৩০ জুলাই) মুখোমুখি হয়েছে দক্ষিণ কোরিয়া ও মরোক্কো। কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে মরক্কো। তবে, ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় মরক্কান রক্ষণভাগের ফুটবলার নুহাইলা বেনজিনা। হিজাব পরে বিশ্বকাপ খেলা প্রথম নারী ফুটবলার এখন বেনজিনা।
ইতিহাস গড়ার ম্যাচে অবশ্য হলুদ কার্ডও দেখেন বেনজিনা। ৮১ মিনিটে আক্রমণে যাওয়া কোরিয়ান মিডফিল্ডার জি সো-ইউনকে ফাউল করেন তিনি। তাতে অবশ্য মরক্কোর জন্য বিপদ কিছুটা ঘন হয়ে উঠে। কিন্তু পেনাল্টি বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক কাজে লাগাতে পারেনি কোরিয়া। বেনজিনাও তাই হাফ ছেড়ে বাঁচেন।