হাসারাঙ্গার স্পিনজাদুতে ওমানকে ১০ উইকেটে হারাল শ্রীলঙ্কা

প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিয়েছিলেন ৬ উইকেট, এবার ওমানের বিপক্ষে দুর্দান্ত লেগ স্পিনে ৫ উইকেট নিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।  ডানহাতি এই লেগ স্পিনারের দারুণ বোলিংয়ে মাত্র ৯৮ রানে গুটিয়ে যায় ওমান।  শুক্রবার (২৩ জুন) সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২১০ বল হাতে রেখে ১০ উইকেটের জয় তুলে নিলো শ্রীলঙ্কা।

বুলাওয়াতে জয়ের জন্য ৯৯ রান তাড়া করতে নেমে শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকেন দুই লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে এবং পাথুম নিশানকা।  তাদের ব্যাটে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬৪ রান তোলে শ্রীলঙ্কা।  পাওয়ার প্লে পর চার মেরে ৪০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন করুনারত্নে।  নিশানকা অপরাজিত ছিলেন ৩৭ রানে।  আর করুনারত্নে অপরাজিত ছিলেন ৬১ রানে।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লেতে ৪ উইকেট হারাতে থাকে ওমান।  অবশ্য খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন জাতিন্দার সিং ও আয়ান খান।  তারা দুজনে মিলে যোগ করেন ৫২ রান।  জাতিন্দার ফিরে গেলে ভাঙে তাদের এই জুটি।  এক প্রান্তে ব্যাটারদের আসা যাওয়ার মিছিল চলেও একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেন আয়ান।  হাফ সেঞ্চুরির ঠিক আগে তিনিও আউট হয়েছেন ৪১ রান করে।

শেষ পর্যন্ত তারা অল আউট হয় ৯৮ রানে।  শ্রীলঙ্কার হয়ে হাসারাঙ্গা ৫টি আর লাহিরু কুমারা নিয়েছেন তিনটি উইকেট।