হাসপাতালে ভর্তি ডিপজল

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল-অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন রয়েছেন।  চিকিৎসা নিতে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সিঙ্গাপুরে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

যেখানে তিনি লেখেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।  অসুস্থতার কথা শুনে দেখতে এসেছেন ডিবি প্রধান হারুন ভাই, মিশা, জায়েদ খান।  দেশবাসীর কাছে দোয়া চাই।  যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। ’

অন্যদিকে ‘খলনায়ক’ খ্যাত মিশা সওদাগর ডিপজলকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন।  এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের পরম শ্রদ্ধেয় ডিপজল ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  গত দুইদিন চিকিৎসার পর অনেকটা সুস্থ।  ডাক্তার সাজেস্ট করছেন আরো বেটার ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুর যেতে।  ২/১ দিনের মধ্যে উনি (ডিপজল) সিঙ্গাপুরে যাবেন।  সবাই দোয়া করবেন। ’

এছাড়া ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানও ডিপজলকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন।

এর আগে গত ৯ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।  এছাড়া গত ৩১ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চোখের অপারেশন হয় ডিপজলের।

ডিপজল ১৯৯৩ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন।  ডিপজলের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে হাবিলদার, যেমন জামাই তেমন বউ, জিম্মি, ঘরভাঙ্গা সংসার, আক্রোশ, অমানুষ হলো মানুষ, বাংলার হারকিউলিস প্রভৃতি।  বর্তমানে তিনি সিনেমায় অভিনয়ের পাশাপাশি নিয়মিত প্রযোজনাও করছেন।