হাসপাতালই যেন এখন বাড়িঘর চৈতী ও সুশান্তর

থেলাসেমিয়ায় আক্রান্ত দুই শিশুকে বাঁচাতে সাহায্য চান বাবা

চট্টগ্রামের মীরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের চরশরৎ গ্রামের দুই ভাই-বোন চৈতী ও সুশান্ত বড়ুয়া। চৈতী বড়ুয়ার বয়স ৮ ও সুশান্ত বড়ুয়ার বয়স ৬। যে বয়সে হেসে খেলে ছুটোছুটি করার কথা তাদের, সে বয়সে হাসপাতালের বিছানায় দিন কাটাচ্ছে তারা।

জন্মগতভাবেই ‘এইচবিইবি’ নামক থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত চৈতী ও সুশান্ত। প্রতি মাসেই তাদের শরীরে চার ব্যাগ করে রক্তের প্রয়োজন হয়। যার খরচ গরিব বাবা অমল বড়ুয়ার পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে তারা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে তাদের শরীরে একটি জটিল অস্ত্রোপচার প্রয়োজন। এজন্য প্রয়োজন প্রায় পাঁচ লাখ টাকা। ওই টাকা জোগাড় করা তাদের অসহায় বাবার পক্ষে একেবারেই অসম্ভব। নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের শরীরে অস্ত্রোপচার করা না গেলে চৈতী ও সুশান্তকে বাঁচানো অনেকটা কঠিন হয়ে পড়বে।

সেজন্য প্রধানমন্ত্রীসহ সমাজের হৃদয়বান ও বিত্তশালীদের কাছে সন্তানদের বাঁচাতে আর্থিক সহযোগিতা কামনা করেছেন তাদের বাবা। কোনো হৃদয়বান মানুষ সাহায্য পাঠাতে চাইলে ০১৭৮৭-৮৬২৩৮৩ অথবা বাবার মোবাইল নম্বর-০১৮৮২-৮১২৯৩১ নম্বরে বিকাশ করা যাবে।