হালিশহর টোলরোডে মা-মেয়ের মৃত্যু

চট্টগ্রামের হালিশহর টোল রোড এলাকায় সড়ক মোটর সাইকেল দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা মা সুরাইয়া নাসরিন (২৮) ও শিশুকন্যার আইরা (৩) নামে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।‌ আশঙ্কাজনক অবস্থায় আছে শিশু কন্যার বাবা জিল্লুর রহমান (৩৬)।

শুক্রবার (৩ নভেম্বর) পুলিশ ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে যায়। নিহতরা চট্টগ্রাম হিলভিউ এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ পারভেজ বলেন,  পরিবার নিয়ে হালিশহরের টোল রোড হয়ে পতেঙ্গার দিকে যাচ্ছিলেন জিল্লুর রহমান।  এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটর সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ‘সে সময় অন্তঃসত্তা মা এবং তাদের দুই বছরের মেয়ে ঘটনাস্থলে মারা যায়‌। গুরুতর আহত অবস্থায় জিল্লুর রহমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়া হয়েছে। জিল্লুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। ট্রাক ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে।’